শুক্রবার এ ব্যাপারে এক ব্লগ পোস্টে সতর্কবার্তা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফসিসি)। তারা বলছে, টিকা কার্ডের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট না করতে। কারণ, টিকা কার্ডে নাম, জন্মতারিখসহ নানারকম ব্যক্তিগত তথ্য থাকে। এবং ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে এই তথ্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এফসিসি উল্লেখ করেছে, চাইলে ওই তথ্য ব্যবহার করে দ্বিতীয় একটি প্রোফাইল তৈরি করে কারো পরিচয় চুরি করা সম্ভব।
টিকা নেওয়ার আনন্দ অবশ্য ম্লান করে দিতে চাইছে না এফসিসি। এক্ষেত্রে আরও নিরাপদ পন্থা প্রয়োগের আহবান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিরাপদ বিকল্প হিসেবে, টিকা পরবর্তী সেলফি, ব্যান্ডেজের ছবি বা স্টিকারের মাধ্যমে টিকা নেওয়ার খবর প্রকাশের আহবান জানাচ্ছে এফসিসি। এভাবে তথ্যও নিরাপদ থাকবে, বিশ্বকেও প্রতিষেধক নেওয়ার খবর জানানো সম্ভব হয়।