ক্যাটাগরি

কোনো ভয় নেই, টিকা নিয়ে বললেন ডা. জাফরুল্লাহ

রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার পর
সাংবাদিকদের সামনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ডা. জাফরুল্লাহ বলেন, “আমি বলব, টিকা নিন সবাই, কোনো
ভয় নেই। এটা (টিকা) আপনার অধিকার। যার যেদিন সময় হবে, টিকা নিয়ে নেবেন।

“অনেকেই টিকা নিয়েছেন, নিচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী যদি আজকে টিকা নিতেন তাহলে
দেশের মানুষ আরো বেশি সাহস পেতো।”

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের
মাধ্যমে ভারতের সিরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা কিনেছে বাংলাদেশ
সরকার। আর্থিক সক্ষমতা নির্বিশেষে সবার জন্য টিকা নিশ্চিত করার বিষয়ে সরব ছিলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, “আমি মনে করি, আমাদের রিকশাওয়ালা, বাড়িতে যারা কাজ করেন
তারা,
সাধারণ খেটে খাওয়া মানুষরা টিকা যেন পায় সেই ব্যবস্থা করতে
হবে।

“আমরা যারা অবস্থাবান না, যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, তাদের টিকা পাওয়া নিশ্চিত
করতে হবে।”

টিকা প্রদানে সরকারের ব্যবস্থাপনার
প্রসংশাও করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।