ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে শুরু উত্তরা এফসির

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জিতেছে উত্তরা এফসি। দ্বিতীয়ার্ধের দশম
মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন ফুয়াদ হাসান।

ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতায় এবার অংশ
নিচ্ছে ১২ দল। ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগে খেলছে ১৩ দল। জোড় সংখ্যার দল নিয়ে
পরের লিগ আয়োজনের জন্য এবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে শুধু চ্যাম্পিয়ন দলকে লিগে
উত্তরণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।