বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাহিনীর প্রথম সদস্য হিসেবে করোনাভাইরাসের টিকা নেন অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান।
রোববার সকালে পিলখানার বিজিবি সদরদপ্তরে বর্ডার গার্ড হাসপাতালে টিকা নেন ব্রিগেডিয়ার জেনারেল নজরুল।
রোববার প্রথম ধাপে পোশাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জন টিকা নেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার বাদে) প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবিতে কর্মরত কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য সদস্যদের টিকা দেওয়া হবে।
প্রতি দিন ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাসহ অন্যান্য ইউনিটের সর্ব মোট ৩৬০০ জনকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।