বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ব্রাদার্সকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ। প্রথমার্ধে দিলশদ ভাসিয়েভ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস রেমি।
নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় ৩৩তম মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। মাঝমাঠ থেকে আলা নাসেরের লং বল ধরে ডি-বক্সে রেমি হেড পাস বাড়ান ভাসিয়েভের উদ্দেশে। নিচু শটে জাল খুঁজে নেন তাজিকিস্তানের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাহমুদুল হাসান কিরণের কর্নারে কোত দি ভোয়ার ফরোয়ার্ড রেমি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। বাকিটা সময় ব্যবধান ধরে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আগের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ড্র করে আসা রহমতগঞ্জ।
সাত ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৮। ছয় ম্যাচে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ১ পয়েন্ট নিয়ে থাকল অবনমন অঞ্চলেই।