ক্রিকেট খেলার অনিশ্চয়তা বোঝাতে ‘গোল বলের খেলা’ কথাটি বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে আগেও শোনা গেছে। অলরাউন্ডার নাসির হোসেনের কণ্ঠে সংবাদ সম্মেলনে এই কথা শোনা গেছে। মুমিনুল নিজেও নানা সময়ে বলেছেন।
ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জিততে না পারার পর সেই পুরনো কথার আশ্রয়ই খুঁজে নিলেন মুমিনুল।
“আসলেই অবিশ্বাস্য (ওয়েস্ট ইন্ডিজের জয়)। কিন্তু ক্রিকেট গোল বলের খেলা। অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। আমাদের প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে।”
“কোনো সময়ই আমার কাছে মনে হয়নি (হারতে পারি)…। গত চার দিন আমরা ভালোভাবে দাপট দেখিয়েছি। আজকে শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাব।”
হারের জন্য আলাদা করে কাউকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না মুমিনুল। তবে বোলারদের পারফরম্যান্সে ঘাটতির কথা বললেন অধিনায়ক।
“যখন দল হারবে, নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা। দল যখন হেরেছে, সবাই একসঙ্গে হেরেছি।”
“আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান (এনক্রুমা বনার ও কাইল মেয়ার্স) খুব ভালো ব্যাটিং করেছে।”
বোলারদের ভালো জায়গায় বোলিং না করতে পারার কারণ সেভাবে খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।
“এটারও তেমন কোনো কারণ নেই। অনেকদিন পর টেস্ট খেলেছি তাই হয়তো। নির্ধারিত কোনো কারণ নেই।”