রোববার দুপুরে উপজেলা সদরে
গালর্স স্কুল সংলগ্ন একটি বাড়িতে এই অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার
(নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ গালর্স স্কুল সংলগ্ন
পাপ্পু নিকারীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি হাতবোমা ও পাঁচটি রাম দা উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া হাতবোমাগুলো
নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার
করা যায়নি বলে জানান তিনি।