ক্যাটাগরি

অনন্ত জলিলের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এ অভিনেতাকে চূড়ান্ত করা হয়েছে বলে রোববার বিকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান অনন্ত জলিল।

পরে ইলিয়াস কাঞ্চন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবির গল্পটা আমার পছন্দ হয়েছে। ছবিটির সঙ্গে আমি থাকছি। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।”

বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব।

প্রযোজনার পাশাপাশি ছবির বাংলাদেশ অংশের পরিচালনার দায়িত্বে থাকছেন অনন্ত জলিল; তুরস্ক থেকেও একজন পরিচালক থাকার কথা রয়েছে।

ছবিতে একজন নেত্রীর চরিত্রে অভিনয় করবেন বর্ষা; আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কাজী হায়াৎ।

ছবির গল্প নিয়ে অনন্ত জলিল সংবাদ সম্মেলনে জানান, সিলেট অঞ্চলের একটি রাজনৈতিক পরিবারের গল্পে ছবিটি নির্মাণ করা হচ্ছে। একজন নেতার মেয়ের চরিত্রে অভিনয় করছেন বর্ষা; বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে যুক্ত হবেন।

২৭ ফেব্রুয়ারি ছবির অভিনয়শিল্পীদের পরিচিতি পর্ব শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দৃশ্যধারণ চলবে; পরে তুরস্কে দৃশ্যধারণ হবে।

ছবিতে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতার অভিনয়ের কথা রয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রদীপ রাওয়াত ও কবির দুহান সিং।

আরেক অভিনেতা রবি কিষানের থাকার কথা থাকলেও পরবর্তীতে তার স্থলে আরেক অভিনেতা তরুণ অরোরাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান অনন্ত জলিল।

‘নেত্রী- দ্য লিডার’ ছাড়াও সরকারি অনুদানে রোজিনার পরিচালনায় নির্মিতব্য ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে রোজিনার বিপরীতে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন; ছবিটির দৃশ্যধারণ এখনও চলছে।