সারা দেশে গণ টিকাদান শুরুর প্রথম দিন সচিবালয় ক্লিনিক ভবনে টিকা নেওয়ার
পর রেলপথ মন্ত্রী এ কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টিকা নেওয়ার পর মন্ত্রী
কিছু সময় অপেক্ষা করেন। তিনি শারীরিকভাবে কোনো সমস্যা অনুভব করেননি।
পরে মন্ত্রী বলেন, “টিকা নিয়ে একটি অপপ্রচার করা হচ্ছে, অথচ টিকা নেওয়ার
ফলে কোনো পরিবর্তন হয়নি এবং টিকায় কোনো ভয় নেই।”
রেলমন্ত্রী সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে
উল্লেখ করা হয়।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষা দিয়ে যাচ্ছেন।
যে কটি দেশ খুব দ্রুত টিকা গ্রহণ করছে, তাদের মধ্যে বাংলাদেশ একটি। এটি প্রধানমন্ত্রীর
কারণেই সম্ভব হয়েছে। শুধু স্বাস্থ্যখাত না, সকল বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং
তার সরকার জনগণকে সর্বত্র সুরক্ষা দিয়ে যাচ্ছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধন
করার পর প্রথম দুদিনে ঢাকায় যে ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছিল, তাদের মধ্যেও গুরুতর কোনো
পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যাওয়ায় পরিকল্পনা মত রোববার গণ টিকাদান শুরু হয়।
বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার
করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। সবাইকে নিতে হবে দুই ডোজ টিকা।
টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে
(www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের
মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন।