গ্রেপ্তার মো. আরমান খন্দকার
রাহুল (২৬) গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার খন্দকার হাবিবুল আলমের ছেলে। আরমান গাজীপুর
সদরের ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের ছাত্র।
র্যাব-১-এর সদস্যরা শনিবার
মধ্যরাতে তহাকে গ্রেপ্তার করে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার
আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকার মোহাম্মদপুরের এক তরুণীর সঙ্গে ফেইসবুকে পরিচয় হয়।
সেই সূত্র ধরে গত ২০ জানুয়ারি দুপুরে গাজীপুরের হাড়িনাল এলাকায় গ্রেপ্তার আরমানের বন্ধু
মো. রাফিনের ভাড়া বাসায় ওই তরুণীকে নিয়ে এসে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন আরমান।
পরে আরমান তা সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ধর্ষণ করেন। গোপনে সেই ধর্ষণের ভিডিও ধারণ
করে তরুণীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন বলেন র্যাব কর্মকর্তা।
এ ঘটনায় ঘটনার শিকার তরুণীর
মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় ৬ ফেব্রুয়ারি পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
তিনি জানান, জব্দ করা ল্যাপটপে
গ্রেপ্তার এ যুবকের সাথে বিভিন্ন তরুণীর অশ্লীল ভিডিও পাওয়া গেছে। আরমান নিয়মিত এসব
তরুণীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ ও টাকা দাবি করতেন।