ক্যাটাগরি

বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক টেনিস কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘জাতিসংঘ দল’

রাষ্ট্রীয় অতিথি ভবন
মেঘনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে রানার আপ হয়েছে সুইডেন দূতাবাস দল।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী
এ কে আব্দুল মোমেন এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার
আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ টুর্নামেন্টে ঢাকায়
ভূটান, সুইডেন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
কূটনীতিকদের দল অংশ নেয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,
“করোনাভাইরাস মহামারীর সময় প্রমাণিত হয়েছে সকল দেশ ও সংস্থার মধ্যে পারস্পারিক সহযোগিতা
ও অংশীদারিত্ব বৃদ্ধি করা প্রয়োজন। মহামারীর কারণে এবার মাত্র আটটি দল অংশগ্রহণ করেছে,
ভবিষ্যতে দল আরও বাড়বে বলে আশা করছি।”

অনুষ্ঠানে পররাষ্ট্র
সচিব মাসুদ বিন মোমেন এবং ডিপ্লোমেটিক কোরের ডিন রেভারেন্ড জর্জ কোচেরি বিশেষ অতিথি
ছিলেন।