জেপি মরগান চেসের সরবরাহ চেইন বিশ্লেষক উইলিয়াম ইয়্যাং সম্প্রতি আইফোন ১২ এবং পরবর্তী প্রজন্মের আইফোন সম্পর্কিত নিজের পূর্বানুমান প্রকাশ করেছেন। ইয়্যাংয়ের বরাত দিয়ে বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি’র উৎপাদন যথাক্রমে ৯০ লাখ এবং এক কোটি দশ লাখ ইউনিট কমিয়ে আনবে অ্যাপল।
ইয়্যাংয়ের মতে, “আইফোন ১২ এর চাহিদা দুর্বল মনে হওয়ার ব্যাপারটি দেখে মনে হচ্ছে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে সরবরাহ চেইন ফোনটির উৎপাদন বন্ধ করে দেবে।” তবে, আইফোন ১২ প্রো ম্যাক্সের এক কোটি দশ লাখ ইউনিট, আর আইফোন ১২ প্রো ২০ লাখ ইউনিট, আর আইফোন ১১ ৮০ লাখ ইউনিট বেশি বিক্রি হবে বলে অনুমান করছেন তিনি।
ইয়্যাং আরও জানিয়েছেন, ২০২১ সালে নতুন কোনো আইফোন এসই মডেলের দেখা মিলবে না। উল্লেখ্য, আইফোন ১২ বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট, হালকা এবং পাতলা ৫জি স্মার্টফোন।
চীনের উপর নির্ভরতা কমাতে ভারত ও ভিয়েতনামে আইফোন, আইপ্যাড, ম্যাক তৈরির পরিমাণ বাড়াচ্ছে অ্যাপল। নিককেই এশিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে, এ প্রান্তিকেই ভারতে নতুন আইফোন ১২ সংযোজন করা শুরু করতে পারে অ্যাপল।