বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি শনিবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের
শাহপরীর দ্বীপে বিওপির চেকপোস্টে সাংবাদিকদের বলেন, শনিবার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে
এসে নাফ নদীর জলসীমাসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক।
বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, “বাংলাদেশের দক্ষিণ-পূর্ব
সীমান্তে বিজিবি সদস্যদের মনোবল চাঙা রাখতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফানুল
ইসলাম সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বাংলাদেশ-মিয়ানমার জলসীমা এবং বিজিবির
টহল পরিদর্শন করেছেন।
“যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সামগ্রিক
প্রস্তুতি দেখে মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেছেন।”
বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, “মিয়ানমারে সামরিক
অভ্যুত্থানের মধ্যেও দুই দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোহিঙ্গা শরণার্থী
অনুপ্রবেশের মত এখনও কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
“পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবি সীমান্ত
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি
মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। পরিদর্শনের পর বিকালে মহাপরিচালক ঢাকায় ফিরে যান।”
ফয়সল বলেন, “সীমান্তে নজরদারির পাশাপাশি সতর্কতামূলক
অবস্থানে থাকলেও বিজিবি অতিরিক্ত সদস্য নিয়োজিত করেনি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী
বিজিপির সঙ্গে বিজিবির আগের মত স্বাভাবিক যোগাযোগ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অস্থিতিশীল
পরিস্থিতি নজরে আসেনি।”