Published: 07 Feb 2021 11:53 PM BdST
Updated: 08 Feb 2021 05:17 PM BdST
গত ১ ফেব্রুয়ারি সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারজুড়ে জোরাল হচ্ছে প্রতিবাদ-বিক্ষোভ। একদশকেরও বেশি সময় পর সবচেয়ে বড় বিক্ষোভে রাস্তায় নেমেছে মানুষ। অভিনব নানা কায়দায় নিজেদের মত করেও প্রতিবাদ জানাচ্ছে তারা। রয়টার্স তেমন কিছু প্রতিবাদের ছবি তুলে ধরেছে।
-
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ছবি জ্বালিয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। গত ১ ফেব্রুয়ারি জেনারেল হ্লাইংয়ের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ছবি: রয়টার্স
-
মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের হাতে আটক কয়েকজন শিক্ষার্থীকে শুক্রবার আদালতে হাজির করা হয়।ছবি: রয়টার্স
-
ইয়াংগনে ইউনিভার্সিটি অব এডুকেশনের শিক্ষকরা লাল ব্যাজ পরে এবং তিন আঙুলে স্যালুট দিয়ে মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।ছবি: রয়টার্স
-
দাউই শহরে একটি সড়কে একদল লোক মোটরসাইকেল মিছিল করে এবং তিন আঙুলে স্যালুট করে মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।ছবি: রয়টার্স
-
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী দেশটির ক্ষমতা দখল করার পর থেকে ইয়াংগনের বাসিন্দারা প্রতিরাতে হাঁড়ি-পাতিল বাজিয়ে ওই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।ছবি: রয়টার্স
-
দাগন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছে।ছবি: রয়টার্স
-
মানডালি মেডিকেল ইউনিভার্সিটির সমানে সড়কে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করছেন মিয়ানমারের সাধারণ মানুষ।ছবি: রয়টার্স
-
ইয়াংগন জেনারেল হাসপাতালের চিকিৎসাকর্মীরা লাল ব্যাজ পরে মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। কয়েকজন চিকিৎসক প্রতিবাদ স্বরূপ কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করে দিয়েছেন।ছবি: রয়টার্স
-
মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে ইয়াংগনে রাতে বাড়িতে বাড়িতে থালা-বাটি পিটিয়ে আওয়াজ করে অভিনব প্রতিবাদ চলছে।ছবি: রয়টার্স
-
মিয়ানমারের সরকারি কর্মীরাও রাজধানী নেপিডোতে লাল ব্যাজ পরে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান।ছবি: রয়টার্স