শনিবার রাতে ধানমণ্ডি ২৭ নম্বর রোডের ওই বিপণী বিতানের দ্বিতীয় তলার দুই
দোকানে হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে চোরের দল।
ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার ফয়েজ আহমেদ বলেন,
“চোর মার্কেটের দ্বিতীয়তলার টয়লেটের গ্রিল কেটে ঢুকে রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কার
নিয়ে যায়।
“পুলিশ এই পর্যন্ত তদন্ত দেখেছে, ৭০-৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি গেছে। এছাড়া
পাশের একটি পোশাকের দোকানের কিছু টাকাও খোয়া গেছে।”
তিনি বলেন, রোববার সকালে রাপা প্লাজার নিরাপত্তা কর্মীদের কাছ থেকে চুরির
খবর শুনে মালিকপক্ষ পুলিশকে জানায়।
“পুলিশ গিয়ে দেখেছে, রাজলক্ষ্মী জুয়েলার্স দোকানের তালাগুলো সামনের মেঝেতে
পড়ে রয়েছে। তালাগুলো ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। সার্টার ও কলাবসিবল গেট অর্ধেক
খোলা। দোকানের ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে।”
পুলিশ কর্মকর্তা ফয়েজ বলেন, “দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে
রাত ২টার দিকে তিনজন মুখোশ পরা লোক দোকানে প্রবেশ করে। তাদের হাতে শাবল, স্লাইরেঞ্জ,
হাতুড়ি ছিল।”
পুলিশ ফুটেজ দেখে চক্রটিকে ধরার চেষ্টা করছে বলে জানান তিনি।