কেবল অর্থ সাশ্রয় নয়, প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মেয়র ফ্রান্সিস সুয়ারেজকে মাস্ক বলেছেন, এই কাজটি তিনি ছয় মাসে করে দিতে পারবেন, যেটিতে আদতে তিন বছর লাগবে বলে অনুমান করা হয়েছে।
টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বিস্তারিত শেয়ার করেছেন সুয়ারেজ।
ভিডিওতে সুয়ারেজ বলেছেন, “মাস্ক এমন একটি প্রকল্প সরবরাহে নজর দিয়েছেন যেখানে সবচেয়ে কম খরচে আমাদের বাসিন্দাদের জন্য সর্বোচ্চ কার্যকরিতা থাকবে। এখানে সাশ্রয়ের পরিমাণ অত্যন্ত লক্ষ্যণীয়।”
মায়ামির তল দিয়ে একটি সুড়ঙ্গ খননের ইচ্ছার কথা প্রথম ১৮ জানুয়ারিতে টুইটে জানিয়েছিলেন মাস্ক।
টুইটে মাস্ক বলেছেন, “ট্রাফিকে আটকা পড়া গাড়ি এবং ট্রাক কয়েক মেগাটন বিষাক্ত গ্যাস ও উপাদান ছড়ায়, কিন্তু মায়ামির তল দিয়ে বোরিং কোম্পানির সুড়ঙ্গ ট্রাফিকের সমস্যা সমাধান করতে পারে এবং বিশ্বের কাছে একটি উদাহরণ হতে পারে।”
“যদি গভর্নর এবং মেয়র চান, আমরা এটি করবো,” যোগ করেন মাস্ক।
লাস ভেগাস কনভেনশন সেন্টারের তল দিয়ে প্রথম বাণিজ্যিক সেবা শেষ করার কাছাকাছি রয়েছে বোরিং কোম্পানি।
ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো কাউন্টিতে সুড়ঙ্গ খননের জন্যও আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।