ক্যাটাগরি

সস্ত্রীক টিকা নিলেন প্রধান বিচারপতি

রোববার দুপুরে তিনি সস্ত্রীক এসে কলেজের
অধ্যক্ষের কক্ষ থেকে টিকা নেন বলে উপাধ্যক্ষ ডা. সাহাদত হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি
বলেন,
প্রথম দিনে ডাক্তার, নার্স, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হয়।

টিকা নিয়ে প্রধান বিচারপতি
সাংবাদিকদের বলেন, “আমি টিকা দিয়েছি, কোনো
অসুবিধা হয়নি। আপিল বিভাগের সাত বিচারপতি ও হাই কোর্ট বিভাগের ৪০ বিচারপতি টিকা
নিয়েছেন।

“সুতরাং দেশবাসীকে বলব, সবাই যেন
দ্রুত নিবন্ধন করেন। স্বল্পোন্নত দেশের মধ্যে সবার আগে দেওয়া হয়েছে- এটা প্রধানমন্ত্রীর
বিশাল কৃতিত্ব।”

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের মোট ৫৫ জন বিচারপতি রোববার টিকা নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি
দেশে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করার পর প্রথম দুদিনে ঢাকায় যে ৫৬৭ জনকে টিকা দেওয়া
হয়েছিল, তাদের মধ্যেও গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া
দেখা না যাওয়ায় পরিকল্পনা মতো রোববার গণটিকা দেওয়া শুরু হয়।

বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে
তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের
টিকা দেওয়া হচ্ছে। সবাইকে নিতে হবে দুই ডোজ টিকা।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের
ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন
করতে হবে।

যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের
মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও
তা করতে পারবেন। তবে এই প্রক্রিয়া এখনো শুরু
হয়নি।