ক্যাটাগরি

সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

প্রায় তিন বছর আগের এই মামলায় ঢাকার
৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার রোববার এ
রায় দেন বলে বাদী পক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার জানান। 

দণ্ডিত আক্তার সরদার রায় একজন ক্ষুদ্র
ব্যবসায়ী। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১৪
এপ্রিল হাজারীবাগের একটি বাসায় নিজের সাত বছরের কন্যাকে ধর্ষণ করেন আক্তার সরদার।
এর ১৮ দিন পর ৩ মে শিশুটির মা রাজধানীর হাজারীবাগ থানায় মামলা করেন। পরে ওই আসামি
আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের নয় জনের
সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামিকে যাবজ্জীবন
কারাদণ্ড দেওয়া হয়।

মামলার নথিপত্র থেকে জানা যায়,  মামলার আসামির
বিরুদ্ধে ২০১৮ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৯ সালের ৪
এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নিদেশ দেন বিচারক।