ক্যাটাগরি

সোমবার থেকে দক্ষিণ কোরিয়ার ভিসা প্রক্রিয়া শুরু

রোববার এ তথ্য জানিয়ে
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শিক্ষার্থীসহ
বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু করবে দক্ষিণ কোরিয়া।”

রোববার সন্ধ্যায় ঢাকায়
দক্ষিণ কোরীয় দূতাবাসের ফেইসবুক পাতায়ও এ তথ্য জানানো হয়।

দূতাবাসের এক ঘোষণায়
বলা হয়, দক্ষিণ কোরিয়ায় যাওয়া বেশ কয়েকজন বাংলাদেশির মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ায়
গত ২৩ জুন থেকে ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।

“বাংলাদেশে করোনাভাইরাস
পরিস্থিতির উন্নতি এবং সম্প্রতি যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত কমে আসায়
ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করা হচ্ছে,” বলা হয়েছে দূতাবাসের বার্তায়।

দূতাবাসে গিয়ে স্বাস্থ্যবিধি
মানা এবং কোরিয়ায় যাওয়ার সময় করোনাভাইরাসমুক্ত থাকার অনুরোধ জানিয়ে ঘোষণায় বলা হয়,
পরিস্থিতি খারাপ হলে গত জুনের মত ভিসা বন্ধের দিকে যাওয়া হবে।