ক্যাটাগরি

স্বাস্থ্য সচিবের গ্রামের বাড়িতে হামলাকারীদের শাস্তি চান প্রশাসনের কর্মকর্তারা

ওই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের নেতারা।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে একদল লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তার স্ত্রীর নামে কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজে বাধা দেয়।

এ সময় সেখানে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকেও ‘লাঞ্ছিত’ করা হয় বলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানিয়েছেন।

এই হামলার সময় সচিব আবদুল মান্নান বাড়িতে ছিলেন। তবে তিনি শারীরিকভাবে আক্রান্ত হননি।

স্বাস্থ্য সচিবের অভিযোগ, তাদের জমিতে কমিউনিটি ক্লিনিক নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদের অনুসারীরা এই হামলা চালায়।

ওই ঘটনায় শনিবার রাতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি, পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে জরুরি সভা হয়।

সংগঠনের এক বিবৃতিতে ঘটনা পরম্পরা তুলে ধরে বলা হয়েছে, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম, যার মাধ্যমে পশ্চাৎপদ তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।

সেখানে বলা হয়, “সভায় উপস্থিত সকল সদস্য এই জঘন্যতম ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং একই সাথে হামলায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

“এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে মর্মে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েমেন অভিমত ব্যক্ত করে।”