ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩
গোলে ড্র হয়েছে। এদিনসন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে
এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেস। স্কট ম্যাকটমিনে
স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন।
এই ম্যাচ জিতে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার সুযোগ ছিল
ইউনাইটেডের সামনে। কাজে লাগাতে পারল না তারা। গত নভেম্বরে প্রথম দেখায় এভারটনের
মাঠে ৩-১ গোলে জিতেছিল দলটি।
গত রাউন্ডে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৯-০ গোলে জেতা ইউনাইটেড ২৩তম
মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায়। মার্কাস র্যাশফোর্ডের ক্রসে কাছ
থেকে হেডে বল জালে পাঠান উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি।
বিরতির আগে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস।
ডি-বক্সের বাইরে থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে
নেয়।
প্রথমার্ধে গোলের উদ্দেশে ইউনাইটেডের সাত শটের দুটি ছিল লক্ষ্যে, দুটিতেই মেলে সাফল্য। এই সময়ে এভারটন শট নিতে পারে
কেবল একটি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়তে পারতো। কাভানির সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে
ডি-বক্সের বাইরে থেকে লুক শর নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রবিন ওলসেন।
এরপরই তিন মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে স্বাগতিকরা।
প্রথমটিতে দায় ছিল গোলরক্ষক দাভিদ দে হেয়ার। ৪৯তম মিনিটে বাঁ দিক
থেকে ক্যালভার্ট-লুইনের ক্রসে বল ধরতে গিয়ে দুকুরের পায়ে তুলে দেন তিনি। জালে
পাঠাতে ভুল করেননি ফরাসি মিডফিল্ডার। দুকুরের পাস থেকেই পরের গোলটি করেন রদ্রিগেস।
৭০তম মিনিটে ইউনাইটেডকে আবার এগিয়ে নেন ম্যাকটমিনে। শর ফ্রি-কিকে
এই স্কটিশ মিডফিল্ডারের হেডে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে জড়ায়।
প্রতিযোগিতার সফলতম দলটি যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই ক্যালভার্ট-লুইনের গোল। যোগ করা সময়ের পঞ্চম
মিনিটে লুকাস দিনিয়ের ফ্রি-কিকে মাইকেল কিনের হেডের পর কাছ থেকে বল জালে পাঠান
ইংলিশ ফরোয়ার্ড।
২৩ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার
ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি তিনে, ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল আছে চার
নম্বরে।
২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ছয়ে আছে এভারটন।
দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হারা আর্সেনাল
২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।