ক্যাটাগরি

গোপালপুর পৌর নির্বাচন: দুদলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপালপুর উপজেলার ডুবাইলের সোমেশপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান।

নিহত মো. খলিল (৩৫) উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থক বলে পুলিশের ভাষ্য।

স্থাণীয়দের বরাত দিয়ে গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সন্ধ্যায় গোপালপুরের থানা মোড়ে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী গিয়াস উদ্দিনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে উপজেলার ডুবাইল এলাকায় দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় মো. খলিল মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

হাসপাতালে নেওয়ার পর খলিল মারা যান বলে জানান কাইয়ুম।

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। রাত ১০টা পর্যন্ত মামলা হয়নি। ঘটানার পর থেকে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই ব্যক্তি আহত অবস্থায় এখানে আসেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান এবং আরেকজন জরুরি বিভাগেই মারা যান।