চীন কর্তৃপক্ষ সোমবার তার গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে।
আটক হওয়ার আগে চীনা-বংশোদ্ভুত অস্ট্রেলীয় সাংবাদিক চেং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিজিটিএন এর উপস্থাপক ছিলেন।
অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানান, গত আগস্টে চেং কে আটক করা হয় এবং গত শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সোমবার এক সাংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনের এই মামলায় অস্ট্রেলিয়া নাক গলাবে না বলেই তিনি আশা করেন।
চীনে চেং কে আটক রাখা নিয়ে অস্ট্রেলিয়া বারবরই উদ্বেগ প্রকাশ করে এসেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী বলেছেন,আন্তর্জাতিক নিয়ম মেনে ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড বজায় রাখা, বিচার প্রক্রিয়া সুষ্ঠু হওয়া এবং মানবিক আচরণ করা হবে বলেই তারা আশা করেন।
“এই কঠিন সময়ে আমরা চেং ও তার পরিবারের পাশে আছি,” বলেন তিনি।
বিবিসি জানায়, চেং গত কয়েকবছর ধরে বেইজিংয়ে কাজ করে আসছেন। তার দুই সন্তানসহ পরিবারের অনেক সদস্যই অস্ট্রেলিয়ায় বসবাস করে।
গত আগস্টে চেং হঠাৎ করেই টেলিভিশন থেকে হারিয়ে যান।তার বন্ধু ও স্বজনরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পরে চীন এক ঘোষণায় জানায়,জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চেং কে ‘আবাসিক নজরদারিতে’ রাখা হয়েছে।
তবে কোথায় তা জানানো হয়নি। চেংয়ের পরিবার বলছে, তাকে কয়েকবার জেরা করা হয়েছে এবং একটি সেলে রাখা হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।
সম্প্রতি কয়েকবছরে অস্ট্রেলিয়া এবং চীনের সম্পর্কের অবনতিতে কূটনীতি এবং বাণিজ্য নিয়ে বিরোধ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে কোনও অস্ট্রেলীয়র মুক্তি নিয়ে বেইজিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের আলোচনা চালানো মুশকিল হবে বলেই মনে করছেন বিশ্লেষক