ক্যাটাগরি

টিকা নিলেন সুবর্ণা মুস্তাফা

সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের টিকা কেন্দ্রে টিকা নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার একটি স্থিরচিত্র ফেইসবুকে পোস্ট করে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, “আমার ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হলো। দেশের জনগণকে সুরক্ষিত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। জয় বাংলা।”

রোববার থেকে দেশজুড়ে শুরু হয়েছে গণ টিকাদান কার্যক্রম; প্রথম দিন স্বাস্থ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী টিকা নিয়েছেন।

৬০ বছর পেরিয়ে আসা এই অভিনেত্রী ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন।

অভিনয়শিল্পে বিশেষ অবদানের জন্য একই বছর একুশে পদকেও ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

মঞ্চে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরুর পর আশির দশক থেকে টিভি নাটকে অভিনয় করছেন সুবর্ণা।

‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’ নাটকে অভিনয় করে দর্শকমহলে প্রশংশিত হয়েছেন তিনি।

‘ঘুড্ডি’, ‘নতুন বউ’ ‘নয়নের আলো’, ‘গহীন বালুচরে’, ‘গণ্ডি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।