ক্যাটাগরি

৩ পৌরসভার ভোটে গোলযোগ খতিয়ে দেখছে ইসি

পৌরসভায় শেষ দুই ধাপের ভোটে গোলযোগ-অনিয়ম কঠোরভাবে
নিয়ন্ত্রণে মাঠ কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে।

পৌর ভোট নিঢে সোমবার রাজশাহী ও রংপুর অঞ্চলের
কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ভোট হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি
চতুর্থ ধাপের এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট রয়েছে।

কবিতা খানম সাংবাদিকদের জানান, তৃতীয় ধাপে টাঙ্গাইলের
ভুঞাপুর, সাতক্ষীরার কলারোয়া ও ঝালকাঠির নলছিটিতে গোলযোগের কারণ জানাতে সংশ্লিষ্ট
রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে।

“গণমাধ্যমের নিউজ দেখে রিটার্রিং অফিসারকে প্রতিবেদন
দিতে বলা হয়েছে। কেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ভঙ্গ
হলো, কারা দায়ী; এই বিষয়গুলো উপর তদন্ত করে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।”

এ নির্বাচন কমিশনার বলেন, প্রতিবেদন পাওয়ার পর তা দেখে
পরবর্তী পদক্ষেপ নেবে ইসি।

“যদি দেখা যায় যে অপরাধ ঘটেছে, তাহলে ফৌজদারি বা
নির্বাচনী আইনে মামলা দায়ের করব। এটা আমরা করতে চাই, যাতে একটা মেসেজ যায় যে কোনো
ধরনের বিশৃঙ্খলা কমিশন কঠোরভাবে দমন করতে সব ধরনের ব্যবস্থা নেবে।”

এ তিন পৌরসভার ফল আটকে রাখা হল কি না- জানতে চাইলে
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফলাফল স্থগিত
বা আটকে রাখার বিষয় নয়; গণমাধ্যমে আসা অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী আইনগত
করণীয় নির্ধারণ করব আমরা। এ জন্য মাঠ পর্যায়ের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করব।”

কলারোয়া পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর

বিক্ষিপ্ত সংঘাত আর বর্জনে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ
 

তিন ধাপের ভোটে গোলযোগ-সংঘর্ষ ও অনিয়মের অভিযোগ ছিল বেশ
কিছু নির্বাচনী এলাকায়।

ইসি কর্মকর্তারা জানান, চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটকে
সামনে রেখে নির্বাচন কমিশনাররা মাঠপর্যায়ে ভোটের সঙ্গে সম্পৃক্তদের সঙ্গে অনলাইন সভা
শুরু করেছেন। 

সোমবার রংপুর ও রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
করেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। 

কবিতা খানম সাংবাদিকদের বলেন, “ভোট যাতে কোনোভাবেই
বিঘ্নিত না হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা হয় এবং
ভোটগ্রহণ কর্মকর্তা যারা আছে, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নিরাপত্তা নিশ্চিতের জন্য
তাদের যেন সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছি।”

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভা নির্বাচন
সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। একইদিন কমিশনার
মো. রফিকুল ইসলাম খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভা নির্বাচন নিয়ে বৈঠক করবেন।

বুধবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা ও
ময়মনসিংহ বিভাগের নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।