মেলবোর্নে বছরের
প্রথম গ্র্যান্ড স্ল্যামে সোমবার ৬-৩, ৬-১, ৬-২ গেমে জেতেন ৩৩ বছর বয়সী সার্বিয়ান শীর্ষ
বাছাই। ১৪ বারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই শারদিকে হারালেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামজয়ী
তারকা।
ছেলেদের এককে দ্বিতীয়
রাউন্ডে আরও উঠেছেন অস্ট্রিয়ান তৃতীয় বাছাই ডমিনিক টিম, জার্মানির ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার
জেভেরেভ ও অস্ট্রেলিয়ার নিক কিরগিওস।
তবে প্রথম রাউন্ড
থেকেই বিদায় নিয়েছেন ফ্রান্সের দশম বাছাই গায়েল মঁফিস।