মেলবোর্নে সোমবার মাত্র ৫৬ মিনিটেই ৬-১, ৬-১ গেমে জেতেন ৩৯ বছর বয়সী সেরেনা। ২০১৭ সালে এখানেই নিজের সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি।
এরপর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি তার।
সহজ জয় পেয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। জাপানের এই খেলোয়াড় রাশিয়ার আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভাকে হারান ৬-১, ৬-২ গেমে।
তবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ২০১৬ আসরের চ্যাম্পিয়ন আঞ্জেলিক কেরবার। আমেরিকার বের্নার্ডা পেরার কাছে ৬-০, ৬-৪ গেমে হারেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে ১৪ দিনের কড়া কোয়ারেন্টিনে থাকা ৭২ খেলোয়াড়ের একজন ছিলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী কেরবার। তখন অনুশীলনের সুযোগ ছিল না তার।
নারী এককের দ্বিতীয় রাউন্ডে আরও উঠেছেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক, কানাডার বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো, রোমানিয়ার সিমোনা হালেপ, চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা।