ক্যাটাগরি

চাঁদপুরে বাস খালে পড়ে নিহত ২

শাহরাস্তি থানার ওসি আবদুল মান্নান জানান, সোমবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নাওড়া এলাকার গীতা রানী দাস (৬০) ও কুমিল্লার নিমসার এলাকার বিভা রানী ভৌমিক (৬২)।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ওসি বলেন, “কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁদপুর যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে।

এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।