বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। প্রথমার্ধের যোগ করা সময়ে নাইম দলকে এগিয়ে নেওয়ার পর ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বির।
দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ফর্টিস একাডেমি। ১২ দল নিয়ে হওয়া এবারের প্রতিযোগিতায় ফর্টিস ও উত্তরা ফুটবল ক্লাব নবাগত দল।