ক্যাটাগরি

ছিটকে গেলেন পগবা

ক্লাবের ওয়েবসাইটে সোমবার কোচ উলে গুনার সুলশার জানান, এই চোটে ‘কয়েক সপ্তাহ’ মাঠের বাইরে থাকতে হবে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে।

“পল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। অবশ্যই কয়েক সপ্তাহ লাগবে (সেরে উঠতে)।”

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে গত শনিবার এভারটনের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের ৩৯তম মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন পগবা।

ক্লাবের জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হওয়া পগবাকে মঙ্গলবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে পাবেন না কোচ। ইউরোপা লিগের শেষ বত্রিশে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে উভয় লেগেও তাকে দলে পাওয়ার সম্ভাবনা কম। ম্যাচ দুটি হবে যথাক্রমে ১৮ ও ২৫ ফেব্রুয়ারি।