সোমবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির ঝিনাইদহের খালিশপুরের
৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল হাসান জানিয়েছেন, আগের সন্ধ্যায় মাহেশপুর
উপজেলা মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হচ্ছেন, উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গানপুর গ্রামের সুকেষ
দাসের স্ত্রী সুমিত্রা দাস ( ৩৫ ), তার মেয়ে পায়েল দাস ( ১০ ) এবং একই গ্রামের সন্তোষ
দাসের স্ত্রী সুচিত্রা দাস (৫৫)।
লে. কর্নেল কামরুল হাসান জানান, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে
অনুপ্রবেশ করেস। পরে আবার অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির একটি টহল দল তাদের আটক
করে।
বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর খানাতে সোপর্দ করা হয়েছে।