ক্যাটাগরি

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল
প্রেসক্লাবের সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে এ প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ পেশাগত দায়িত্ব
পালনকালে এনায়েত করিম বিজয়ের হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ওই হামলার শিকার সাংবাদিক এনায়েত করিম বিজয় জানান, এ ঘটনায়
সোমবার বাসাইল থানায় কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীকে
প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি।

বাসাইল থানার ওসি হারুন উর রশিদ বলেন, এ ঘটনায় মামলা
প্রক্রিয়াধীন রয়েছে।  মামলা হওয়ার পর আইন অনুযায়ী
ব্যবস্থা নেওয়া হবে।

গত রোববার সকালে বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদের সঙ্গে
গ্রামের স্থানীয় এক পরিবারের লোকজনের জমি নিয়ে বিরোধে সংঘর্ষের খবর সংগ্রহে গিয়েছিলেন
এনায়েত। সেখানে তিনি হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল
জেলারেল হাসপাতালে ভর্তি করে বলে অভিযোগে বলা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, হাবিব খান, কাজী তাজ উদ্দিন রিপন, আব্দুল
গনি আল রুহী, শামীম আল মামুন, সোহেল তালুকদার প্রমুখ।