ক্যাটাগরি

বসুন্ধরা কিংসের সাতে সাত

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সোমবার ৩-০ গোলে
জেতে বসুন্ধরা কিংস। ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে অস্কার ব্রুসনের দল।

রবসন দি সিলভা রবিনিয়োর গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার
পর ব্যবধান দ্বিগুণ করেন রাউল অস্কার বেসেরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান তৌহিদুল
আলম সবুজ।

ব্যর্থতার বৃত্তেই বন্দী থাকল মুক্তিযোদ্ধা সংসদ। ছয় ম্যাচে
টানা চতুর্থ এবং সব মিলিয়ে পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া দলটির পয়েন্ট ৩।

বসুন্ধরা কিংস এগিয়ে যায় দশম মিনিটে। বাঁ দিক দিয়ে আক্রমণে
উঠে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন রবিনিয়ো। লিগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোল
হলো ৭টি। সমান গোল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ওমর জোবের।

প্রথমার্ধের শেষ দিকে গোছালো আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ
করে নেয় বসুন্ধরা কিংস। সতীর্থের লং পাসে রবিনিয়োর ফ্লিকের পর বক্সে ঢুকে যাওয়া রাউল
অস্কার বেসেরা নিয়ন্ত্রণ নেন। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড লক্ষ্যভেদ করেন
ডান পায়ের প্লেসিং শটে। এটি তার পঞ্চম লিগ গোল।

মুক্তিযোদ্ধা সংসদের রক্ষণে চাপ ধরে রেখে ৭৫তম মিনিটে ব্যবধান
আরও বাড়িয়ে নেয় লিগের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো
ক্রসে বেসেরা পা ছোঁয়ানোর পর গোলমুখ থেকে টোকায় জাল খুঁজে নেন তৌহিদুল আলম সবুজ। তাতে
বসুন্ধরা কিংসের টানা সপ্তম জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই।

বসুন্ধরা কিংসের চেয়ে দুই ম্যাচে কম খেলা শেখ জামাল ধানমণ্ডি
ক্লাব ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী লিমিটেড।