রোববার রাজধানীর যমুনা ফিউচারে পার্কে আয়োজিত অডিশনের মাধ্যমে নতুন সদস্য বাছাই শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
‘ইয়ামাহা-বামবা জ্যাম সেশন’ শিরোনামে এ অডিশন পর্বে সারা দেশ থেকে আসা ১৭টি ব্যান্ড অংশ নেয়। বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অডিশন চলে।
এতে বিচারকের দায়িত্বে ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ, সহসভাপতি এস.এম আলম টিপু (ওয়ারফেইজ), সাধারণ সম্পাদক শাকিব চৌধুরী (ক্রিপটিক ফেইট), সহকারী সাধারণ সম্পাদক কাজী আশেকীন সাজু (আর্টসেল), কোষাধ্যক্ষ আলী সুমন (পেন্টাগন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিল কার্যকরী পরিষদের ব্যান্ড সদস্য সোলস, দলছুট, নেমেসিস, পাওয়ারসার্জ।
১৩ জানুয়ারী সারা দেশের ব্যান্ডকে মধ্যে সদস্য ব্যান্ড হিসেবে অন্তর্ভূক্তির আমন্ত্রণ জানায় বামবা। এই আমন্ত্রণে সাড়া দিয়ে দেশের ৮৫ টি জনপ্রিয়, উঠতি এবং নতুন ব্যান্ড সদস্য অন্তর্ভুক্তির আবেদন করে।
এই ৮৫টি ব্যান্ড থেকে ১৭টি ব্যান্ডকে যমুনা ফিউচার পার্কের ইয়ামাহা মিউজিক বাংলাদেশ প্রাঙ্গনে অডিশনের জন্য আহ্বান জানানো হয়। সেই ১৭টি ব্যান্ড নিয়ে সাড়ে চার ঘন্টার জ্যাম সেশন চলে।
অনুষ্ঠান শুরুর আগে বামবা এবং ইয়ামাহা মিউজিক বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়।