সোমবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর এলাকার খালেক বাংগীর ছেলে আয়নাল হোসেন (৪৫) এবং সামছু বাংগীর ছেলে আমির হোসেন (২২)।
শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী জানান, সন্ধ্যায় সূর্যনগর সংলগ্ন গুপ্তেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়েতে পাঁচ্চরগামী একটি ট্রাকের সঙ্গে ভাঙ্গাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মো. সালাহউদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।