ক্যাটাগরি

মিয়ানমারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জল কামান ব্যবহার পুলিশের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার শহরটিতে জড়ো হওয়া কয়েক হাজার প্রতিবাদকারীদের একটি দলের ওপর কিছু সময়ের জন্য তীব্র গতিতে জল কামান থেকে পানি ছুড়েছে পুলিশ। 

একটি ভিডিওতে দেখা গেছে, পানির ধাক্কায় কিছু বিক্ষোভকারী মাটিতে ছিটকে পড়ছেন; তারা আহত হয়েছেন বলে মনে হয়েছে। 

প্রতিবাদকারীরা আবেদন জানানোর পর পুলিশ জল কামান ব্যবহার বন্ধ করে, তবে তখনও বিক্ষোভ অব্যাহত ছিল।

গত সোমবার ভোরে মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ও অন্যান্য শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথ রুদ্ধ করে দেয়।

তারপর থেকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষিপ্ত কিছু প্রতিবাদ হলেও শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশটিজুড়ে টানা তিন দিন ধরে জান্তা বিরোধী বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে রোববার সামরিক অভ্যুত্থান বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। 

সোমবার বৃহত্তম শহর ইয়াঙ্গনের প্রতিবাদ মিছিলে শ্রমিক ও শিক্ষার্থীদের সঙ্গে গেরুয়া পোশাক পরা বৌদ্ধ ভিক্ষুরাও যোগ দিয়েছেন। এ পর্যন্ত সবগুলো প্রতিবাদই শান্তিপূর্ণ ছিল।