ক্যাটাগরি

মিয়ানমারে বিক্ষোভ দমনে কারফিউ,জমায়েতে নিষেধাজ্ঞা

সোমবার তৃতীয় দিনের মতো রাস্তায় বড় ধরনের বিক্ষোভ হওয়ার পর এই কড়াকড়ি আরোপ করা হল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিনমারের মার্কিন দূতাবাস এ সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার কথা জানিয়েছে।

রিপোর্টের উদ্ধৃতি দিয়ে দূতাবাস টুইটারে জানিয়েছে, বৃহত্তম দুই নগরী ইয়াঙ্গন এবং মান্দালয়ে স্থানীয় সময় রাত ৮ টা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। মানুষজনের বেআইনি কর্মকাণ্ডে আইনের শাসন ক্ষুন্ন হওয়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ডিক্রিতে।

মিয়ানমারে নভেম্বরের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে গত সপ্তাহে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করা সেনাবাহিনীর নিন্দা-প্রতিবাদে মুখর হয়ে দেশজুড়ে শহরে-নগরে মানুষ বিক্ষোভে নেমেছে।

পুলিশ আন্দোলন স্তব্ধ করে দিতে খড়গহস্ত হয়েছে।বিক্ষোভকারীদের আন্দোলন ছেড়ে চলে যাওয়া নয়ত কঠোর শাস্তির মুখে পড়ার হুমকি দিচ্ছে পুলিশ। কিন্তু তাতেও দমছে না বিক্ষোভ।