৪২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত চতুর্থ দিন শেষ করেছে
১ উইকেটে ৩৯ রান তুলে। রোহিত শর্মার বিদায়ের পর দলকে
এগিয়ে নিচ্ছেন শুবমান গিল ও চেতেশ্বর পুজারা। শেষ দিনে
স্বাগতিকদের প্রয়োজন ৩৮১ রান, সফরকারীদের ৯ উইকেট।
ভারত তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৩৭ রানে। এক প্রান্ত আগলে রেখে লড়াই
করা ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ক্যারিয়ার সেরা ৮৫ রানে। এরপর
ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে
১৭৮ রানে।
দিনটি ছিল স্পিনারদের। ১৫ উইকেটের ১১টিই নিয়েছেন তারা। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে দুইশর
নিচে গুটিয়ে দেওয়ার মূল কারিগর রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় এই অফ স্পিনার ৬১ রানে নেন ৬ উইকেট।
সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট
নেওয়ার তালিকায় ইয়ান
বোথামকে ছাড়িয়ে গেছেন অশ্বিন (২৮)। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও ইংলিশ অলরাউন্ডারকে (৩৮৩) পেছনে ফেলেছেন ভারতীয় অফ স্পিনার (৩৮৬)।
৬ উইকেটে ২৫৭ রান নিয়ে সোমবার দিন শুরু করে ভারত। দেখেশুনে খেলে দলকে এগিয়ে
নিতে থাকেন আগের
দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সুন্দর ও অশ্বিন। ৮২ বলে ফিফটি স্পর্শ করেন
সুন্দর। ৯১ বলে ৩১ রান করা অশ্বিনকে কট বিহাইন্ড করে ৮০ রানের
জুটি ভাঙেন জ্যাক
লিচ।
এরপর আর সুন্দরকে সঙ্গ দিতে পারেননি কেউ। শাহবাজ নাদিমকে লিচ ফেরানোর পর ইশান্ত শর্মা
ও জাসপ্রিত বুমরাহকে দ্রুত
ফিরিয়ে ভারতের ইনিংস
শেষ করে দেন জেমস অ্যান্ডারসন।
২৪১ রানে এগিয়ে থেকে
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই
উইকেট হারায় ইংল্যান্ড। অশ্বিনের বলে অজিঙ্কা রাহানের হাতে
ধরা পড়েন ররি বার্নস। পরে ডম সিবলিকেও থামান ভারতীয় অফ স্পিনার।
ইশান্তের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে থিতু হয়ে ফিরে যান ড্যান
লরেন্স। এরই সঙ্গে
টেস্টে ভারতের তৃতীয়
পেসার হিসেবে ৩০০ উইকেটের কীর্তি গড়েন
ইশান্ত, বোলারদের মধ্যে ষষ্ঠ।
দ্রুত রান তুলতে থাকা
জো রুটকে ফিরিয়ে দেন বুমরাহ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক (৩২ বলে ৪০) হন এলবিডব্লিউ। অলি পোপ,
জস বাটলারকে ইনিংস বড় করতে দেননি
নাদিম। এরপর বেশিদূর এগোয়নি দ্রুত রান তোলার চেষ্টায় থাকা
ইংল্যান্ডের ইনিংস।
বিশাল লক্ষ্য তাড়ায় দিনের
শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নামে ভারত। রোহিত শর্মাকে বোল্ড করে বিদায়
করেন লিচ। বাকি সময় নিরাপদেই কাটিয়ে দেন গিল ও পুজারা। পঞ্চম দিনে তাদের সামনে
অপেক্ষা করছে আরও কঠিন লড়াই।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৭৮
ভারত ১ম ইনিংস: (আগের দিন ২৫৭/৬) ৯৫.৫ ওভারে ৩৩৭ (সুন্দর ৮৫*, অশ্বিন ৩১, নাদিম
০, ইশান্ত ৪, বুমরাহ ০; অ্যান্ডারসন ১৬.৫-৫-৪৬-২, আর্চার ২১-৩-৭৫-২, স্টোকস ৬-১-১৬-০, লিচ ২৪-৫-১০৫-২, বেস ২৬-৫-৭৬-৪, রুট ২-০-১৪-০)।
ইংল্যান্ড ২য় ইনিংস: ৪৬.৩ ওভারে
১৭৮ (বার্নস ০, সিবলি ১৬, লরেন্স ১৮, রুট ৪০, স্টোকস ৭, পোপ ২৮, বাটলার ২৪, বেস ২৫, আর্চার ৫, লিচ ৮*, অ্যান্ডারসন ০; অশ্বিন ১৭.৩-২-৬১-৬, নাদিম
১৫-২-৬৬-২, ইশান্ত ৭-১-২৪-১, বুমরাহ ৬-০-২৬-১, সুন্দর ১-০-১-০)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪২০) ১৩ ওভারে ৩৯/১ (রোহিত ১২, গিল ১৫*, পুজারা ১২*; আর্চার ৩-২-১৩-০, লিচ ৬-১-২১-১, অ্যান্ডারসন ২-১-২-০, বেস ২-০-৩-০)।