ক্যাটাগরি

সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে সম্প্রতি জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা
হয়েছে। জন্ম নিবন্ধন সনদ ছাড়া উপবৃত্তির জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন
হবে না।

যেসব শিক্ষার্থীর
জন্ম নিবন্ধন সনদ এখনও বিদ্যালয়ে জমা পড়েনি, তাদের উপবৃত্তির ক্ষেত্রে কী হবে- সচিবালয়ে
সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকরা এই প্রশ্ন করেন প্রতিমন্ত্রীকে।

জবাবে জাকির
বলেন, “সব শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা পাবে। আমরা এখনও যেগুলো দিতে পারিনি, সেগুলো
দ্রুত করার ব্যবস্থা নিচ্ছি।”

এপ্রসঙ্গে
তিনি আরও বলেন, “আগে (উপবৃত্তি নিতে) যত্রতত্র সিম ব্যবহার করা হত। ফলে এর টাকা ও তুলে
নিত, দেওয়া হত না। এখন মায়েদের নম্বর থাকতে হবে, বাচ্চার জন্ম নিবন্ধন থাকতে হবে।”

বাংলাদেশ
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের
উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণশিক্ষা প্রতিমন্ত্রী।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সোমবার প্রথম
দফায় ছয় জেলার ৬৫৫টি বিদ্যালয়ের ৮৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর অভিভাবকের ‘নগদ’ অ্যাকাউন্টে
উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা দেওয়া হয়েছে।

চলতি বছর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সব মিলিয়ে ‘নগদ’ এর মাধ্যমে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে
ভাতা ও উপবৃত্তির টাকা দেবে।

বিতরণ পদ্ধতির
অস্বচ্ছতা ও দীর্ঘসূত্রতায় প্রায় এক বছর উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা বিতরণ বন্ধ ছিল।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব ভাতা বিতরণে গত ১৩ ডিসেম্বর ‘নগদ’ এর
সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশের
ডিজিটালাইজেশনের ক্রমবিকাশে ‘নগদ’ এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাতা ও উপবৃত্তি বিতরণ
প্রকল্পটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে বলে মনে করছেন মোস্তফা জব্বার।

তিনি বলেন,
“আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করতে চাই যে আপনারা আমাদের উপর যে
আস্থা রেখেছেন ‘নগদ’ এর সেবার মাধ্যমে তার যোগ্য প্রতিদান আমারা দেব।”

ডাক বিভাগের
সঙ্গে চুক্তি অনুসারে, শিক্ষার্থীর জন্ম সনদ ও শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর
এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ নতুন করে তাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করতে
হচ্ছে।

প্রাথমিক
ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক
আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, ডাক বিভগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ‘নগদ’ এর
ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।