ক্যাটাগরি

সাতক্ষীরায় বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, সোমবার সকালে শহরের কাটিয়া স্টাফ কোয়াটারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান ভুট্টো (৩৮) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩ নম্বর দমোদরপুর বটতলা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

হাবিবুর সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতেন বলে মিজানুর রহমান জানান।

তিনি বলেন, সকালে কাটিয়া ফিডারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করার জন্য বিদ্যুতের খুঁটিতে ওঠে। তবে একই স্থানে পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে কাটিয়া ফিডারে না উঠে টেক্সটাইলস মিলস ফিডারে উঠে পড়েন।

এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তার একটি হাত কেটে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর পুড়ে মারা যান বলে এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।