সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরে যুবলীগ কার্যালয়ের সমানে এই ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
‘গুরুতর’ আহত মো. আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেলিম মাতুব্বর জানান, রোববার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে একটি সভার আয়োজন করে যুবলীগ।
“সভা শেষে যুবলীগ অফিস থেকে আবু হানিফ বের হলে ২০/২৫ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নেতা-কর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে সেলিম জানান।
সেলিম আরও জানান, আবু হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের কারণে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী হামলকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মুনিরুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।