ক্যাটাগরি

গতবছর পরমাণু ক্ষেপণাস্ত্র উন্নয়ন ঘটিয়েছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

বার্তা সংস্থা রয়টার্স সোমবার এই প্রতিবেদন হাতে পায়। এতে বলা হয়, একটি সদস্যদেশ বলেছে, সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি করা মার্কিন ডলার থেকে পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য অর্থ পেয়েছে উত্তর কোরিয়া।

সদস্য দেশটির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, “২০১৯ সাল থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত উত্তর কোরিয়ার চুরি করা এই ভার্চুয়াল সম্পদের পরিমাণ প্রায় ৩১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার।‘’

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি’ তাদের বার্ষিক এ প্রতিবেন জমা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার জানান, নতুন প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সব আলোচনা নতুন করে শুরু করতে চায়।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে তিনবার দেখা করেছিলেন।

কিন্তু তাদের সেই বৈঠক ফলাফল শূন্য ছিল। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করতে রাজি করাতে পারেনি বা উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর থেকে কোনও ছাড় পায়নি।

গত বছর উত্তর কোরিয়া তাদের সামরিক কুচকাওয়াজে স্বল্প পাল্লার, মাঝারি পাল্লার, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে।