জয়পুরহাটের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোস্তম আলী মঙ্গলবার সন্ধ্যায় এ রায় ঘোষণা করেন।
এছাড়া অদালত তাকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।
সাজাপ্রাপ্ত জহুরুল ইসলাম রিপন (২৩) পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের কিতাব আলীর ছেলে।
রায় ঘোষণার সময় আদালতে ছিলেন জহুরুল।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী মামলার নথির বরাতে জানান, ২০১৫ সালের ২৭ জুন ওই গ্রামের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে জহুরুল পালিয়ে যান বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় তার মা পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিল্লুর রহমান তিন মাস তদন্ত করে জহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
কৌঁসুলি বলেন, ১২ জনের সাক্ষ্য নিয়ে আদালত জহুরুলকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।
আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী রায়হান নবী।