ক্যাটাগরি

নরসিংদীতে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা

মঙ্গলবার বিকালে পৌর এলাকার সাটিরপাড়া, নাগরিয়াকান্দি,
দত্তপাড়া ও কাউরিয়াপাড়া এলাকায় তাদের ক্যাম্পগুলো ভাংচুর হয়।

এই হামলার জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী
করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ।

হারুনের রশিদের চারটি এবং স্বতন্ত্র প্রার্থী
এস.এম কাইয়ুমের তিনটি প্রচার ক্যাম্প ভাংচুর হয়।

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাইয়ুম
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। এখানে আওয়ামী লীগ প্রার্থী করেছে আমজাদ
হোসেন বাচ্চুকে।

সন্ধ্যায় হারুনের প্রধান নির্বাচনী ক্যাম্পে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে হারুন বলেন, “নির্বাচনী পরিবেশ এতদিন সুষ্ঠু থাকলেও আজকে
আওয়ামী লীগ সমর্থকদের নেতৃত্বে শহরে বিভিন্ন স্থানে আমার চারটি ক্যাম্পে ভাংচুর, পোস্টার
ছিড়ে ফেলা এবং মাইকিংয়ে বাধা দেওয়াসহ হামলার মাধ্যমে পরিবেশ নষ্ট করা হয়েছে।”

এ বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য
তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ
বলেছেন,এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।