ক্যাটাগরি

বগুড়ায় হরিবাসর অনুষ্ঠানে হত্যার দায়ে ২ জনের ফাঁসির রায়

বগুড়ার অতিরিক্ত জেলা
ও দায়রা
জজ ইসরাত
জাহান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা
হলেন- জেলার
শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর
হোসেনের ছেলে
বিপুল (২৭)
ও বগুড়া
শহরের সূত্রাপুর
এলাকার আইনুল হকের ছেলে
অরুন (২৫)।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- রাজিব  সরকার
(৩০), রাফিউল
ইসলাম রনি
(২৭) ও
আলম মিয়া (২৫)।

রায় ঘোষণার সময় আসামিরা সবাই
আদালতে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিনয়
কুমার ঘোষ
রজত মামলার নথির বরাতে জানান, ২০১৬
সালের ২
এপ্রিল গণ্ডগ্রাম আদি কালিবাড়ি
প্রাঙ্গণে হরিবাস অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক
ছিলেন সনাতন
চন্দ্র প্রাংসহ
কয়েকজন। রাত ১১টার
দিকে হরিবাসরে
আসা নারীদের
উত্ত্যক্ত করেন স্থানীয় কয়েকজন।  এর প্রতিবাদ করলে
সনাতনকে উপর্যুপরি
ছুরিকাঘাত করা হয়। তাকে
বগুড়া শহীদ
জিয়াউর রহমান
মেডিকেল কলেজ  হাসপাতালে
ভর্তি করা
হলে রাতেই
তিনি মারা
যান।

এ ঘটনায় তার বাবা
সুরথ চন্দ্র
প্রাং 
শাজাহানপুর থানায় মামলা
করেন।  থানার তৎকালীন এসআই
খোকন কুমার  কুণ্ডু তদন্ত
শেষে আদালতে
অভিযোগপত্র দাখিল দেন পাঁচজনের বিরুদ্ধে।

আইনজীবী বিনয় বলেন, সাক্ষ্য-প্রমাণ
শেষে আদালত পাঁচ আসামিকেই দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।