ক্যাটাগরি

বাখরাবাদ গ্যাসের বিক্রয় সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা

কমিশনের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক বাদী হয়ে সোমবার দুদকের সমন্বিত জেলা
কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য
জানান।

মামলায় আসামি মো. আকতার হোসেনের বিরুদ্ধে এক কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ২৬৭
টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩৫ লাখ ৪৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা
হয়েছে।

এজাহারে বলা হয়, ১৯৮৬ সালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে জুনিয়র
মিটার রিডার পদে যোগ দেন আকতার। পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি বিক্রয় সহকারী পদে রয়েছেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর আকতার হোসেনকে সম্পদ
বিবরণী দাখিল করতে নোটিস দেয় দুদক। এরপর একই বছরের ৯ ডিসেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল
করেন।

পরে তা যাচাই-বাছাই করে তার সম্পদের ‘তথ্য গোপন ও অবৈধ সম্পদ থাকার’ প্রমাণ
পাওয়ার কথা জানায় দুদক।

মামলার এজাহারে বলা হয়, আকতার হোসেনের নামে ঢাকার আফতাবনগরে এক হাজার ৮১০
বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৪ সালে ফ্ল্যাটটি এক কোটি ৭০ হাজার টাকায় কিনে
২০১৯ সালের জুলাইয়ে তিনি রেজিস্ট্রি করেন। কিন্তু সম্পদ বিবরণীতে তিনি ফ্ল্যাটের মূল্য
দেখিয়েছেন ৪৩ লাখ টাকা। এখানে তিনি ৫৭ লাখ ৭০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

এছাড়া তার অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পদের ক্ষেত্রেও তথ্য গোপন করা
হয়েছে, যা ‘অবৈধভাবে অর্জিত’ বলে দুদকের ভাষ্য।