ক্যাটাগরি

বার্সেলোনার বিপক্ষে দি মারিয়াকে পাচ্ছে না পিএসজি

শেষ ষোলোর প্রথম লেগে দি মারিয়াকে না পাওয়ার কথা মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন কোচ মাওরিসিও পচেত্তিনো।

“বার্সেলোনার বিপক্ষে আনহেলের খেলা হচ্ছে না। এক সপ্তাহ পর আমরা দেখব তার অবস্থা কোন পর্যায়ে।”

লিগ ওয়ানে গত রোববার স্বাগতিক মার্সেইয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট পান দি মারিয়া। পরে তাকে তুলে নেন পচেত্তিনো।

৩ পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি আগামী মঙ্গলবার কাম্প নউয়ে বার্সেলোনার মুখোমুখি হবে।

দারুণ ছন্দে থাকা দি মারিয়া ছিটকে গেলেও দল খেলার ধরণে পরিবর্তন আনবে না বলে জানান পচেত্তিনো।

তবে এই ম্যাচে প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাসকে পেতে পারে পিএসজি। কুঁচকির চোটে এক সপ্তাহ বাইরে থাকা নাভাস আগামী বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে জানানো হয়েছে।