ক্যাটাগরি

ব্যবসায়ীকে ‘তুলে নিয়ে মুক্তিপণ’: চট্টগ্রামে ৬ পুলিশ সদস্য রিমান্ডে

মঙ্গলবার
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহিদুল্লাহ কায়সার শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর
করেন বলে জেলা পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবীর জানান।

তিনি
বলেন, পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিচারক দুই দিন মঞ্জুর করেছেন।

আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে
গত বুধবার রাতে তার বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। কয়েক
ঘণ্টা আটক থাকার পর ১ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি।

পরদিন বৃহস্পতিবার তিনি থানায় মামলা
করেন। তার তদন্তে পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) স্পেশাল আর্ম ফোর্স
(এসএএফ) শাখার ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ছয়জন হলেন- এসএএফ শাখার
কন্সটেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ ও
মোর্শেদ বিল্লাহ।


ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়, ৬ পুলিশ গ্রেপ্তার