ক্যাটাগরি

মিয়ানমারে অভ্যুত্থান: ‘আমার প্রাক্তন খারাপ, কিন্তু সামরিক জান্তা আরও খারাপ’

সামরিক জান্তার জন্য আন্দোলনের এ রূপ একেবারেই নতুন। মিয়ানমারের তরুণদের অভিনব এই প্রতিবাদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণ করেছে।

বিবিসি লিখেছে, সামরিক শাসন বিরোধী বিক্ষোভ মিয়ানমারে নতুন নয়। কিন্তু সেগুলোর সঙ্গে এবারের আন্দোলনে চোখে পড়ার মতো পার্থক্য রয়েছে।

সাম্প্রতিক এই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম বেড়ে উঠেছে তুলনামূলক স্বাধীন পরিবেশে। ইন্টারনেট সুবিধা এবং পশ্চিমা সংস্কৃতির সংস্পর্শে আসা এই প্রজন্মের প্রতিবাদের ভাষাও তাই আগের চেয়ে ভিন্ন। দুষ্টু রসিকতার ছলে তারা তুলে ধরছে গণতন্ত্রপন্থি বার্তা।

২৪ বছরের কম বয়সীদের এই প্রজন্মকে বলা হয় ‘জেনারেশন জেড বা জেন জেড’। মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এই জেনারেশন জেড এর হাতে দেখা গেছে নানা বর্ণময় ভাষায় তীব্র ব্যঙ্গাত্মক বার্তা লেখা প্ল্যাকার্ড।

‘সাবেক প্রেমিকের চেয়েও খারাপ’

বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণীর হাতে থাকা কাগজে লেখা ছিল, ‘আমার প্রাক্তন খারাপ, কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী আরও বেশি খারাপ।’

ছবি: ফেইসবুক

ছবি: ফেইসবুক

আরেকজনের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল,  ‘স্বৈরশাসন চাই না, বয়ফ্রেন্ড চাই’। আরেকটি প্লাকার্ড বলছিল, ‘ প্রেম চাই, স্বৈরশাসন নয়’।

২০০৪ সালে একটি ভিডিও গেমের সংলাপ বিশ্বজুড়ে জনপ্রিয় ‘মিমে’ পরিণত হয়। কেউ কেউ প্ল্যাকার্ডে সেটাও লিখে আনেন, ‘আহ… হেয়ার উই গো এগেইন’ (খারাপ কিছু পুনরায় শুরু হওয়া বোঝাতে এই বাক্য ব্যবহার করা হয়)।

২০০৭ সালে মিয়ানমারে জাফরান বিপ্লবের পর এবারই সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে। লাখো মানুষ আন্দোলনে অংশ নিচ্ছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশ জলকামান, রাবার বুলেটও ব্যবহার করছে। রাজপথ না ছাড়লে শক্তি প্রয়োগেরও হুমকি দিয়েছে পুলিশ।

‘ভুল প্রজন্মের সঙ্গে গণ্ডগোল’

কোনও কোনও বিক্ষোভকারী আরও অকপটে কড়া ভাষায় সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।

একটি প্লাকার্ডে লেখা ছিল, “আপনারা… ভুল প্রজন্মের সঙ্গে গণ্ডগোলে জড়িয়েছেন।”

এখনকার তরুণ প্রজন্ম জীবনটাকে গুছিয়ে নিতে জানে না বলে ঢালাও যে কথা প্রচলিত আছে তাকে কটাক্ষ করেও বার্তা দিয়েছে কেউ কেউ।

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা কখনও নিজেদের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না।”

স্বপ্নের উচ্চতা

সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারের সেনাবাহিনী এবারের অভ্যুত্থান ঘটিয়েছে। বিক্ষোভাকারীরা তার খর্বাকৃতি নিয়েও বিদ্রুপ করতে ছাড়েনি।

জেনারেল মিন অং হ্লাইংকে সংক্ষেপে এমএএল (মাল) ডাকা হয়। এক বিক্ষোভকারী প্ল্যাকার্ডে লেখেন, ‘আমার স্বপ্ন মাল এর উচ্চতার চেয়ে বড়’।

আরেকজন মার্কিন পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডের উচ্চতার সঙ্গে জেনারেল হ্লায়িংয়ের তুলনা করে লেখেন, ‘আমার প্রিয়, আরিয়ানা গ্রান্ডও মাল’এর চেয়ে বেশি লম্বা’।

এছাড়া, মার্কিন র‌্যাপ সংগীতশিল্পী কার্ডি বি’র জনপ্রিয় গান ‘ডব্লিউএপি’র সঙ্গে মিলিয়ে একটি প্ল্যাকার্ডে লেখা হয়, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি।’

ছবি: টুইটার

ছবি: টুইটার

মিয়ানমারে গত নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার দখল নেয়। অং সান সু চিসহ নির্বাচিত নেতাদের আটক করে।

এক বছরের জন্য জরুরি অবস্থাও জারি করেছে সামরিক জান্তা। অভ্যুত্থানের পরপরই মিয়ানমার পরিস্থিতি অস্বাভাবিকরকম থমথমে থাকলেও গত তিনদিন ধরে সেখানে টানা জান্তাবিরোধী বিক্ষোভ চলছে।