এ ঘটনায় ওই শিক্ষিকা নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।
তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান জানান, সোমবার রাতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসী রায় এই জিডি করেন।
ওসি জিডির বরাতে বলেন, গত ৮ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হয়।
“কোর্স শিক্ষক হিসেবে মৌটুসী রায় নম্বর কম দিয়েছেন এই অভিযোগ তুলে প্রথমে তিনজন শিক্ষার্থী, পরে বেশ কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে আত্মহত্যা ও আন্দোলনের হুমকি দিয়েছেন শিক্ষিকাকে।”
পুলিশ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানান ওসি আক্তারুজ্জামান প্রধান।